এক রক্ত পরীক্ষায় ধরা পড়বে ৫০ ধরনের বেশি ক্যান্সার

আগের সংবাদ

২০২৩ ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার বাছলেন সিমিওনে

পরের সংবাদ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী আশরাফ দীনার দ্বিতীয় জানাজা সম্পন্ন

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ৮:৪০ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৩ , ৮:৪০ অপরাহ্ণ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে করেন। তিনি বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ দিনা ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এই ক্রীড়া সংগঠক। ক্রীড়া সংগঠনের পাশাপাশি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি। ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন মরহুমার স্বামী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মানু মজুমদার এমপি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ অন্যরা। মোক্তারপাড়া মাঠের নামাজে জানাজা শেষে মরদেহ দলীয় কার্যালয়ে নেয়া হয়, সেখানে দলীয় কার্যাদি সম্পন্ন করে পৌর কবরস্থানে লাশ সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার প্রথম নামাজে জানাজা সকাল নয়টায় ঢাকায় কাকরাইল সার্কিট হাউস মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়