আলিয়ঁস ফ্রঁসেজে নাহিদ নিয়াজীর ‘ম্যানিফেস্টেশন’

আগের সংবাদ

সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তনে ষড়যন্ত্রের প্রতিবাদে মশাল মিছিল

পরের সংবাদ

নবীন-প্রবীণের সম্মিলনে সফিউদ্দীন ছাপচিত্র উৎসব শুরু

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৩ , ১১:১২ অপরাহ্ণ

শিল্পাচার্য জয়নুল আবেদীন থেকে শুরু করে পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ, রশিদ চৌধুরী, মুর্তজা বশির, দেবদাস চক্রবর্তী, মোহাম্মদ কিবরিয়া, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, আবুল বারক আলভী, জ্যোৎস্না মাহবুবা, আলফা বেগম, শাম্মি ইয়াসমিন, মুসলিম মিয়া, আহমেদ নাজির, শাহিদা আক্তার, তহুর আহাম্মেদ, রশিদ আমিন, আনিসুজ্জামান, সুশান্ত কুমার অধিকারী, ফারহানা আফরোজ, রিফাত জাহান কান্তা, রুজবেল বেঞ্জামিন ডি রোজারিও, এএইচ ঢালী তমাল, আসমিতা আলম শাম্মি, কামরুজ্জামান, সাদেক আহমেদ, মোরসালিনা বেগম, মানসী বণিক, ঝোটন চন্দ্র রায়, আব্দুল হালিম, ফারহানা ববি, রুমানা রহমান, আফিয়া তাবাসসুম কৃস্টি, আফরোজা নাজমিন লিলি, ফখরুল ইসলাম মজুমদার শাকিল, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, ফাহমিদা সুমনা, আরিফুল ইসলাম, চিত্রম সেন অনিক, জেবা ফারিয়া মিথি, সামিয়া আহমেদ, শাকিল মৃধা, আবু আল নাঈম, শিয়ামুল ইসলাম তুহিন, জয়িতা দাস, কাজী শাইরীর মতো নবীন-প্রবীণসহ ৫১ জন শিল্পীর মেলবন্ধনে চিত্রশিল্পী সফিউদ্দীন আহমেদের জন্মশতবর্ষ উপলক্ষে ‘দ্বিতীয় সফিউদ্দীন ছাপচিত্র উৎসব- ২০২৩’ আয়োজিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকেলে ধানমণ্ডির সফিউদ্দীন শিল্পালয়ে আয়োজিত এই উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বরেণ্যে চিত্রশিল্পী রফিকুন নবী। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী ও অধ্যাপক আনিসুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

১৩ জুন পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনের ছবি

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়