আওয়ামী লীগ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে দলের কার্যক্রম প্রচারের লক্ষে টিকটকে অ্যাকাউন্ট খুলেছে। এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’
ফেসবুক পোস্টে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক যুক্ত করা হয়েছে। এছাড়া কিউআর কোডও দেয়া হয়েছে। এরই মধ্যে গত দুই দিনে ওই অ্যাকাউন্টে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে।
সমাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা কাজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরার লক্ষে সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোর মতো টিকটকে এ অ্যাকাউন্ট খোলা হয়েছে।
অ্যাকাউন্টে দেখা গেছে, এরই মধ্যে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। চারটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এবং একটি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।