শেয়ার বাজার প্রশ্নে মন্ত্রী-আমলারা বিব্রত

আগের সংবাদ

‘পূর্ব বাংলার কবি সৈয়দ আলী আহসান’ শীর্ষক সাহিত্য সেমিনার

পরের সংবাদ

কাউখালীতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ

পিরোজপুরে কাউখালী উপজেলায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন গরমের মাত্রা বেড়েই চলছে, রাস্তাঘাট ফাঁকা। জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে সহজে বের হচ্ছে না। রোদের প্রচণ্ড তাপ সহ্য করা যাচ্ছে না। এ কারণে দিনমজুরীদের ভোগান্তির শেষ নেই। প্রচণ্ড রোদ ও গরমের কারণে তারা শ্রম বিক্রি করতে পারছে না।

দিনমজুর শুক্কুর আলী বলেন, প্রচণ্ড গরমের কারণে কাজ করতে পারছি না। ফলে পরিবার-পরিজন নিয়ে কোন মতে অনাহারে দিন কাটাচ্ছি।

ব্যবসায়ী বাবুল ইসলাম বলেন, গরমের কারণে বেচাকেনা কমে গেছে। ক্রেতারা সহজে ঘর থেকে বের হচ্ছে না।

রিকশাচালক কামাল  হোসেন জানান, প্রচন্ড তাপের কারণে রিক্সার যাত্রী কমে গেছে। তাই আমাদের ইনকাম কমে গেছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপ্ত কুণ্ড বলেন, গরমের কারণে ডায়রিয়া রোগী বেড়ে গেছে, আমাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে। জরুরি প্রয়োজনে বের হলে ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়