শেখ হাসিনা সর্বোত্তম সেবাদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক

আগের সংবাদ

নবীন-প্রবীণের সম্মিলনে সফিউদ্দীন ছাপচিত্র উৎসব শুরু

পরের সংবাদ

আলিয়ঁস ফ্রঁসেজে নাহিদ নিয়াজীর ‘ম্যানিফেস্টেশন’

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১০:৫২ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ

সরকার নাহিদ নিয়াজী চারপাশের ঘুণে ধরা, পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেয়ার চেষ্টা করেছেন নান্দনিকতার ছোঁয়ায়। নতুন রূপে তুলে আনেন পুরাতনকে। কাঠের মত কঠিন ও রসহীন জিনিসকে রঙ ও তুলির ছোঁয়ায় তিনি প্রাণময় ও আকর্ষণীয় প্রসঙ্গে উপস্থাপন করেছেন শিল্পের সুষমা।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ম্যানিফেস্টেশন’ শীর্ষক ষষ্ঠ একক প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অধ্যাপক ও বিশিষ্ট কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। অতিথি ছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানিসহ অন্যরা।

ক্যানভাস, কাঠ ও কার্টনের (বক্স) ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অঙ্কনসহ প্রদর্শনীতে মোট ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর আগে দেশে বিদেশে সরকার নাহিদ নিয়াজী আরো পাঁচটি একক প্রদর্শনী ও প্রায় ২০টি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীটি ১৩ জুন পর্যন্ত চলবে। সোমবার থেকে শনিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

প্রদর্শনীর ছবি:

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়