×

খেলা

সেরা কোচের পুরস্কার গার্দিওলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১২:৩৫ পিএম

সেরা কোচের পুরস্কার গার্দিওলার

ছবি: সংগৃহীত

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিটিকে টানা তৃতীয় লিগ শিরোপা এনে দিয়েছেন পেপ গার্দিওলা। সিটির শিরোপা জয়ের মূল কান্ডারি হতে পারেন ডি ব্রুইনা-হলান্ড। তবে পেছন থেকে মূল কারিগরের কাজটা করেছেন স্প্যানিশ এই কোচ। যার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ হলেন গার্দিওলা। একই সঙ্গে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ হয়েছেন তিনি।

এ নিয়ে ৪ বার প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের সম্মান পেলেন স্প্যানিশ এই কোচ। এর মাধ্যমে তিনি আর্সেন ওয়েঙ্গার ও জোসে মরিনহোকে ছাড়িয়ে গেলেন। গার্দিওলার ওপরে এখন কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন। রেকর্ড ১১ বার এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ।

ইপিএলের বর্ষসেরা হয়ে গার্দিওলা এক ক্লাব বিবৃতিতে জানান, 'আমি অসাধারণ একটি ফুটবল ক্লাবে আছি এবং এখানে পুরোটা সময় আমি যে সমর্থন পেয়েছি, সেটা ছাড়া এসব সম্ভব হতো না।'

গার্দিওলার সামনে এবার অভূতপূর্ব অর্জনের হাতছানি। ম্যানইউর পর প্রথম ক্লাব হিসেবে ম্যানসিটির ট্রেবল জয়ের সুযোগ। আগামী শনিবার তারা এফএ কাপ ফাইনালে ম্যানইউর মুখোমুখি হবে। তার এক সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App