×

অর্থনীতি

সংস্কৃতি খাতকে উপেক্ষায় জোটের প্রতিবাদ সমাবেশ শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৭:২০ পিএম

সংস্কৃতি খাতকে উপেক্ষায় জোটের প্রতিবাদ সমাবেশ শনিবার

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় আগামী শনিবার (৩ জুন) বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (১ জুন) সরকারের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় জোটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিগত বছরগুলোর মতোই এবারো আমরা ‘হতাশ’ উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত এই বাজেটে বিগত বছরগুলোর মতো এবারো আমরা সংস্কৃতিকর্মীরা হতাশ হয়েছি। আমরা মনে করি, এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সরকারের কাছে বারবারই দাবি জানিয়ে এসেছি, সংস্কৃতির যে বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে। বাংলার সার্বজনিন সংস্কৃতি হুমকির মুখে পড়বে- তার জন্য সংস্কৃতি খাতকে উপেক্ষার কোনো সুযোগ নেই। কিন্তু এর প্রতিফলন পাইনি। আমরা বিশ্বাস করি, প্রগতিশীল মনন গঠনে সংস্কৃতি খাতে সরকারের আরো বেশি মনোযোগী হওয়া উচিত ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App