×

জাতীয়

বাজেটে মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:১২ পিএম

বাজেটে মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

বাজেটের মূল সমস্যা হচ্ছে, বাজেট যাই দেক তা বাস্তবায়ন হয় না। প্রত্যেক বছরেই দেখা যায়, মূল যে বাজেট থাকে সংশোধিত বাজেটে তার চেয়ে অনেক কম করা হয়। আসল যে ব্যয় হয় তা সংশোধিত বাজেটের চেয়েও আরো কম। সার্বিকভাবে বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষভাবে বার্ষিক উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য। এতে করে বাজেটের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। এবারের বাজেটে মূল চ্যালেঞ্জ হচ্ছে, মূল্যস্ফীতি, দারিদ্র বিমোচনের গতি বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নিরাপত্তা বাড়ানো ও এর শুষ্ঠু বিতরণ নিশ্চিত করা। এসব বিষয়ে গঠনমূলক এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App