×

জাতীয়

বাজেটে গুরুত্ব পেল না স্বাস্থ্যখাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৫:১৮ পিএম

বাজেটে গুরুত্ব পেল না স্বাস্থ্যখাত

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে গুরুত্ব পায়নি স্বাস্থ্যখাত। করোনা মহামারির কারণে গত দুই অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাত বিশেষ প্রাধান্য পেয়েছিল। যদিও গত বছর এই খাতে বরাদ্দ কমে যায়। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্যখাতের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১২ হাজার ২১০ কোটি টাকা। যা মূল বাজেটের ৪ দশমিক ৬ শতাংশ। অপরদিকে ২০২২-২৩ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ১৫ হাজার ৮৫১ কোটি টাকা। যা ছিল মূল বাজেটের ৬ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় স্বাস্থ্যসেবা বিভাগ তাদের জন্য ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ অর্থের সবটা ব্যবহার করতে না পারায় এই খাত গুরুত্ব কম পেয়েছে। ফলে মোট বাজেট বাড়লেও নতুন বাজেটে চাহিদামত অর্থ পায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App