×

সারাদেশ

পার্বতীপুরে পিতার লাঠির আঘাতে ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০১:৫৩ পিএম

পার্বতীপুরে পিতার লাঠির আঘাতে ছেলে নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পিতার লাঠির আঘাতে মানসিক প্রতিবন্ধী ছেলে জিয়া (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত একটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিয়া পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, জিয়ার ইতিপূর্বে দুইটি বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মানসিক রোগী হওয়ায় তার কোন বিয়েই বেশিদিন টিকেনি। আবারও সে বিয়ে করার জন্য বায়না ধরে। গত বুধবার (৩১ মে) সকালে এ নিয়ে সে তার পিতার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জিয়া লাঠি দিয়ে পিতাকে আঘাত করে। পরে পিতা আবু তাহের (৭০) ক্ষিপ্ত হয়ে জিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে জিয়া গুরুত্বর আহত হয়। দ্রুত তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়না তদন্ত শেষে লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App