×

সারাদেশ

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:৫৩ পিএম

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা আটক করেছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাজিরপাড়া এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল জানতে পারে নাজিরপাড়া বিওপির আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। বিজিবি সদস্যরা তখন নাজিরপাড়া বেড়িবাঁধ সংলগ্ন কেওড়া বাগানের ওৎ পেতে থাকে। সকাল আটটার দিকে বিজিবি টহল দল তিন ব্যক্তিকে একটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা ওই তিনজনকে চ্যালেঞ্জ করে। তারা এসময় তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে পলিথিনের ব্যাগ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আকট করা হয়। এসময় মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App