×

খেলা

জাদুর কাঠি দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেবেন সহকারী কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৪:৫০ পিএম

জাদুর কাঠি দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেবেন সহকারী কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ নিক পোথাস। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই মুহূর্তে ছুটিতে থাকায় দেশের মাটিতে কয়েক দিন ধরেই তিনি অনুশীলন ক্যাম্পে ক্রিকেটারদের দেখছেন। বিসিবির সঙ্গে তার চুক্তি দুই বছরের। তবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতে তার জন্য খুব একটা কঠিন ছিল না।

দায়িত্ব নেয়ার পর আজ প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পোথাস বলেন, বাংলাদেশ ক্রিকেটকে গত ১২-১৮ মাস ধরে দেখছি। দলের মধ্যে যে সামর্থ্য আছে সেটি এক কথায় অসাধারণ। গত ৬-৮ মাস ওরা যেভাবে খেলছে, আমার মনে হয় ওরা অনেক দূর যাবে। আর সেটা আমার জন্য খুবই রোমাঞ্চকর। আমার কাছে জাদুর কাঠি আছে। সেটি দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই (হাসি)। পরক্ষণেই নিক পোথাস বলেন, আসলে মজা করে বললাম কথাটা। নতুন কোনো সংস্কৃতিতে এসেই হুট করে সব কিছু বদলে দেওয়া সম্ভব নয়। আমি সেটি পারবও না। আগে ছেলেদের দেখতে হবে। ওরা কিভাবে খেলে, সেটা দেখতে হবে। আপনাদের কথা অনুযায়ী, টেস্ট দলের খেলোয়াড়রা অতটা ভালো করছে না যতটা করা উচিত। কিন্তু ভালো সময় আসবে। এই দলের মধ্যে যে সামর্থ্য আছে, ওদের ভালো না করার কোনো কারণ নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। কিছু দল এখন শীর্ষে আছে। কিছু দল তাদের প্রত্যাশিত জায়গায় নেই। আশা করি, আমরা ঘুরে দাঁড়িয়ে ভালো জায়গায় যেতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App