×

মুক্তচিন্তা

ইমোজির অপব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০২:০২ এএম

ইমোজির অপব্যবহার
ইমোজির অপব্যবহার
ইমোজির অপব্যবহার
ইমোজির অপব্যবহার
ইমোজির অপব্যবহার
আমাদের বর্তমান প্রজন্মের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম খুবই জনপ্রিয়। বর্তমান প্রজন্ম যেন যোগাযোগের সহজ উপায় হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকেই পছন্দের তালিকায় রাখে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও মানুষের মনের ভাব প্রকাশের পদ্ধতিকে সহজ থেকে সহজতর করে চলেছে। মানুষের মনের ভাব অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিভিন্ন প্রকার ইমোজি (সাংকেতিক ভাষা), রিয়েকশন চালু করে। যার ফলে মানুষ তার মনের কথাগুলো লেখা ছাড়াও শুধু একটি বাটন চেপে সহজেই প্রকাশ করতে পারে। কিন্তু মানুষ এই সহজ-সরল ব্যাপারগুলোকে ব্যবহার করেই জটিল করে তুলছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর মানুষের অনুভূতিগুলোকে। তুচ্ছতাচ্ছিল্য করছে অন্যের ব্যক্ত কথাগুলোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যঙ্গাত্মক, পরিহাসমূলক লেখা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্যগুলোতেও ব্যবহার করছে অসামঞ্জস্যপূর্ণ ইমোজি বা রি-অ্যাকশন। আমরা খুবই সাধারণত ব্যঙ্গাত্মক লেখায় ব্যঙ্গাত্মক ইমোজি বা রি-অ্যাকশন ব্যবহার করব, তেমনি গুরুত্বপূর্ণ, সুশীল, সুন্দর, উন্নয়নমূলক তথ্যবহুল লেখার প্রেক্ষিতে সেরকম ইমোজি বা রি-অ্যাকশন ব্যবহার করব। কিন্তু আমরা তা কখনোই করি না। কোনো ব্যাপার বুঝে না বুঝে আমরা অসামঞ্জস্যপূর্ণ ইমোজি, রি-অ্যাকশন দিচ্ছি। যে লেখাগুলো প্রশংসার দাবিদার বা আমরা যে ব্যাপারগুলোকে উৎসাহিত করলে পরবর্তীতে সমাজ উপকৃত হবে আমরা সেই লেখাগুলোকে উৎসাহিত করার পরিবর্তে অসামঞ্জস্যপূর্ণ ইমোজি বা রি-অ্যাকশন ব্যবহার করে অন্যের কাছে হাসির বস্তু হিসেবে উপস্থাপন করি। লেখার মান আমরা খুব সহজেই নষ্ট করে ফেলি এবং যতটুকু উপকৃত হওয়ার আশা থাকে সেটুকুও আমরা নেতিবাচক দিকে পরিণত করে ফেলি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে যেখানে সমাজের উন্নয়ন সাধনে খুবই সহজে অবদান রাখতে পারি, সেখানে আমরা সবকিছুকেই নিছকই মজার বিষয় হিসেবে ধরে নিই। আমাদের বর্তমান প্রজন্মের মানুষদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়া, ইমোজি, রি-অ্যাকশনের সঠিক ব্যবহার করা। ঢালাওভাবে কোনো তথ্য/লেখাকে ব্যঙ্গাত্মক, হাসির, মজার বস্তুতে পরিণত না করে যেখানে যেমন ইমোজি/রি-অ্যাকশন প্রয়োজন সেখানে সেরকমই ব্যবহার করা উচিত। সামিয়া জামান : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App