×

খেলা

আগে কখনোই এতটা হতাশ হইনি: মরিনহো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:৪৭ পিএম

সেভিয়ার কাছে ইউরোপা লিগের ফাইনালে পরাজিত হয়েছে এএস রোমা। এই পরাজয় মরিনহোর জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। কারণ আগের পাঁচ ইউরোপিয়ান ফাইনালেই তিনি জয়ের স্বাদ পেয়েছেন। এর মধ্যে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য উয়েফা কনফারেন্স লিগের শিরোপাও রয়েছে।

ম্যাচ শেষে মরিনহো বলেন, ফাইনালে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে, যা নিয়ে তিনি খুবই হতাশ, আমাদের থেকে প্রতিভাবান একটি দলের বিরুদ্ধে খেলতে নেমে এমনিতেই সবাই চাপে ছিল। আমরা ম্যাচটি হেরেছি ঠিকই কিন্তু কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারিনি। আজ আমি যেভাবে ঘরে ফিরছি এর আগে কখনোই এতটা হতাশ হইনি। পেনাল্টি নিয়ে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। তারপরও দুটি মিস করেছি। সেভিয়াকে অভিনন্দন। কিন্তু আমার খেলোয়াড়দেরও অভিনন্দন জানাতে চাই। ছেলেরা শান্তি নিয়েই ঘরে ফিরবে আশা করছি। যা কিছু করার ছিল তারা সেটা করেছে।

আরো বলেন, প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত। মৌসুমের শেষে ছুটিতে যেতে চান তিনি। এই মুহূর্তে সিরি-এ লিগে রোমা ষষ্ঠ স্থানে রয়েছে, হাতে রয়েছে আর একটিমাত্র ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App