অনিবার্য কারণে আগামীকাল ২ জুন অনুষ্ঠ্যয় নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আয়োজিত কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক তারিখ ও সময় নির্ধারণ করে কর্মী সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেয়া হবে।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে নেয়া সিদ্ধান্তটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশীদ।
এদিকে, জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ও ঢাকা-ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটিতে আরো তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লালমনিরহাট জেলা জাপার সদস্য সচিব শামীম ইশতিয়াক চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে।
অপরদিকে, ঢাকার এম মুহিবুর রহমানকে সম্মেলন প্রস্তুতি কমিটি ও ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, টাঙ্গাইল জেলা জাপার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।