স্পষ্টবক্তা হিসেবে বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহর খ্যাতি রয়েছে। রাজনীতি সচেতন এই অভিনেতা মতপ্রকাশ করতে কখনো পিছপা হন না। এবার এক সাক্ষাৎকারে চলতি বছরের সব চেয়ে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খুললেন তিনি।
খ্যাতিমান এ অভিনেতাকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো ছবিটি দেখেননি এবং ভবিষ্যতেও দেখার ইচ্ছা নেই। তার দাবি, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবির বক্স অফিস সাফল্য আসলে ভয়ঙ্কর একটা ইঙ্গিত।
তিনি বলেন, হিটলারের সময়ে নাৎসি জার্মানিতেও এ রকম ভাবে ছবি তৈরির নজির ছিল। এ ধরনের ছবির মাধ্যমে দেশের জনগণকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা চলছে।
বিতর্কের মধ্যেই গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। একের পর এক বিতর্ক হলেও বক্স অফিসে ব্যবসার ক্ষতি হয়নি। বরং ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে এখনো রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’।
বাণিজ্যিকভাবে সফল হলেও প্ররোচনামূলক ছবির তকমা পেয়েছে সুদীপ্ত সেনের এই ছবি। ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন দক্ষিণী তারকা কমল হাসন, বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন জগতের অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।