ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে হাসপাতালটির পরিচালক। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) রাতে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- জুনু বেগম (৫০), ইউসুফ (২০), রাসেল (২০) ও মিলন (৩৪)।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালের ভিতরে কিছু বহিরাগত লোক প্রবেশ করে। তাদের চিন্তাভাবনা থাকে রোগীদের নানাভাবে হয়রানি করা। এরকম অভিযোগেই হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতরে অভিযান চালানো হয়। সেখানে নারীসহ ৪ দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।সামনে এরকম অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।