আইন ও বিচার বিভাগের জন্য বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা

আগের সংবাদ

গুগলের দেয়া তথ্যে শিশু যৌন নিপীড়নকারী গ্রেপ্তার

পরের সংবাদ

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:৪৫ পূর্বাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মর্জিনা আক্তার ন্যাদা (৫০) নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মর্জিনা আক্তার ওই এলাকার মোক্তার খালাসীর মেয়ে। তিনি বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মর্জিনা আক্তার পাঁচজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই একই এলাকার প্রতিবেশী দেলোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগমের সাথে মর্জিনা আক্তারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে মর্জিনা আক্তারের বাড়ির সীমানায় মমতাজ বেগম ময়লা আবর্জনা ফেলালে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মমতাজ বেগমের দেবর আনোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন মর্জিনা আক্তারের বাড়িতে গিয়ে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবিষয়ে অভিযুক্ত মমতাজ বেগম জানান, মর্জিনা বেগম খারাপ ব্যবহার করায় তার সাথে শুধুমাত্র আমার একার ঝগড়া হয়েছে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়