মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

আগের সংবাদ

বিআইবিএম-এর দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন

পরের সংবাদ

আগে কখনোই এতটা হতাশ হইনি: মরিনহো

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ৯:৪৭ অপরাহ্ণ আপডেট: জুন ১, ২০২৩ , ৯:৪৭ অপরাহ্ণ

সেভিয়ার কাছে ইউরোপা লিগের ফাইনালে পরাজিত হয়েছে এএস রোমা। এই পরাজয় মরিনহোর জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। কারণ আগের পাঁচ ইউরোপিয়ান ফাইনালেই তিনি জয়ের স্বাদ পেয়েছেন। এর মধ্যে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য উয়েফা কনফারেন্স লিগের শিরোপাও রয়েছে।

ম্যাচ শেষে মরিনহো বলেন, ফাইনালে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে, যা নিয়ে তিনি খুবই হতাশ, আমাদের থেকে প্রতিভাবান একটি দলের বিরুদ্ধে খেলতে নেমে এমনিতেই সবাই চাপে ছিল। আমরা ম্যাচটি হেরেছি ঠিকই কিন্তু কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারিনি। আজ আমি যেভাবে ঘরে ফিরছি এর আগে কখনোই এতটা হতাশ হইনি। পেনাল্টি নিয়ে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। তারপরও দুটি মিস করেছি। সেভিয়াকে অভিনন্দন। কিন্তু আমার খেলোয়াড়দেরও অভিনন্দন জানাতে চাই। ছেলেরা শান্তি নিয়েই ঘরে ফিরবে আশা করছি। যা কিছু করার ছিল তারা সেটা করেছে।

আরো বলেন, প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত। মৌসুমের শেষে ছুটিতে যেতে চান তিনি। এই মুহূর্তে সিরি-এ লিগে রোমা ষষ্ঠ স্থানে রয়েছে, হাতে রয়েছে আর একটিমাত্র ম্যাচ।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়