×

অর্থনীতি

প্রবাসী ও রপ্তানি আয়ে বাড়ল ডলারের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১০:৪১ পিএম

প্রবাসী আয় ও রপ্তানি আয়ে আবারো বাড়ানো হয়েছে ডলারের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে ১০৮ টাকা ৫০ পয়সা, এতদিন যা ছিল ১০৮ টাকা। অপরদিকে, রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকেরা প্রতি ডলারে পাবেন ১০৭ টাকা, যা এতদিন ছিল ১০৬ টাকা।

বুধবার (৩১ মে) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক অনলাইন সভায় নতুন এই দাম নির্ধারিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ডলারের নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App