×

সারাদেশ

টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্ন নগরী গড়ে তুলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:৫৮ পিএম

টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্ন নগরী গড়ে তুলব
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের টেকসই উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করে সিটি করপোরেশনকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে তুলব। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোট আপনাদের শ্রেষ্ঠ আমানত। যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয় তাহলে ২১ জুন ভোটের মাধ্যমে আপনাদের আমানতের সেরা বিনিয়োগ করুন। কথা দিচ্ছি আপনাদের পাশে সেবক হয়ে থাকব। গত সোমবার রাতে নগরীর ৩১নং ওয়ার্ডের সেন্টার কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাজি আব্দুল হকের সভাপতিত্বে ও আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ছফু আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শকত আলী, আজমল আলী প্রমুখ। আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেন, গত ১০ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর মন সব সময় উদার। তাই তিনি কোনো কার্পণ্য করেননি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই টাকা সঠিক ব্যবহার না হওয়ায় সিলেটবাসীর দুঃখ ঘুচেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App