×

সারাদেশ

আখাউড়ায় রক্ষা পেল দুই হাজার বিঘা জমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:০৪ পিএম

আখাউড়ায় রক্ষা পেল দুই হাজার বিঘা জমি

ছবি: আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়ায় ভেঙে যাওয়া হাওড়া নদীর বাঁধে শুরু হওয়া মেরামতের কাজ শেষ হয়েছে। বাঁধের পাশে মাটি ভর্তি ব্যাগ দিয়ে মেরামত কাজ শুরু করে ছিল পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত স্থানটি মেরামত করায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। অন্য দিকে ওই এলাকার প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা থেকেও রক্ষা পেল। বাঁধের উপর নির্মিত সড়কটি দিয়ে ওই এলাকার অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির খলাপাড়া কবরস্থানের সামনে পানির তোড়ে ভেঙ্গে যায়। উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শন করে বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করে। এরই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামত কাজ শুরু করে।

ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন, সড়কটি ভেঙে আমাদের চলাফেরায় অসুবিধা হয়েছে। অন্য দিকে চিন্তায় ছিলাম পানিতে জমি তলিয়ে গেলে আবাদ করতে পারব না। এখন বাঁধটি মেরামত করার কারণে চলাচলের সুবিধাও হবে। আর ফসলি জমি তলিয়ে যাওয়ার চিন্তাও থাকল না।

অটোরিকসা চজলক কাইয়ুম মিয়া বলেন, রাস্তাটি ভাঙা থাকায় এতদিন গাড়ি চালাতে ভয় করত। এখন আর সে ভয় থাকবে না।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাঁধটি ভাঙনের খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। পরে উর্ধ্বতনের কর্তৃপক্ষের নির্দেশে আপাতত বস্তায় মাটি ভরে বাঁধ মেরামত করছি।

এ ব্যপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর আমি ও উপজেলা প্রকৌশলীকে নিয়ে জায়গাটি পরিদর্শন করি। পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানাই। ব্লক নির্মাণ করা সময় সাপেক্ষ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে বস্তায় মাটি ভরে বাঁধটি মেরামত করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App