বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে সালমান খান অভিনীত (কিসি কা ভাই কিসি কি জান)। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। আজ সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমদানিকারক প্রতিষ্ঠান বলে, (কিসি কা ভাই কিসি কি জান) সিনেমা আমদানীর পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত (কসাই) ভারতে যাবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মন্ত্রণালয় জানায়, বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে। সে ধারাবাহিকতায় (পাঠান) সিনেমার পর সালমানখানের (কিসি কা ভাই কিসি কি জান) বাংলাদেশে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।