×

সারাদেশ

বরিশাল সিটি নির্বাচন: ভোটার টানতে প্রচারে নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৯:২২ এএম

বরিশাল সিটি নির্বাচন: ভোটার টানতে প্রচারে নারীরা

বরিশালে নৌকার প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আবদুল্লাহ। ছবি:ভোরের কাগজ

আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বরিশাল নগরী। পাড়া-মহল্লা ও ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রচারণার ডামাডোল। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারী কর্মীরাও। তারাও পুরুষদের পাশাপাশি নেমে গেছেন প্রচারণায়। অবশ্য এদের মধ্যে অনেকে টাকার বিনিময়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। ৩ ঘণ্টায় পারিশ্রমিক ৩০০ টাকা। ফলে নগরীতে হাজার হাজার নারী নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। এই নারীদের মধ্যে বেশিরভাগই গৃহিণী, আছেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীরাও। যদিও এদের মধ্যে অধিকাংশই এ নগরীর ভোটার নন। ৫৮ বর্গকিলোমিটার নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, প্রতিদিন বিকাল হলেই বাড়ি বাড়ি গিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন নারী কর্মীরা। চুক্তিভিত্তিক এসব কর্মী সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন। কেউ কেউ বলছেন, ঘরে বসে সময় না কাটিয়ে যদি দুপয়সা পাওয়া যায় মন্দ কি। সালেহা নামে এক নারীকর্মী বলেন, তার স্বামী রিকশা চালান। তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ, সেখানকার ভোটার তারা। জীবিকার তাগিদে নগরীতে থাকেন। স্বামীর একার আয়ে সংসার চালাতে কষ্ট হয়। তাই ভোটের এ সময়টাতে কিছু উপরি কামাইয়ের জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন। প্রচারণায় অংশ নেয়া কলেজছাত্রী সুমাইয়া বলেন, পড়াশোনার পাশাপাশি আমরা নির্বাচনী প্রচারণায় পছন্দের প্রার্থীর জন্য কাজ করছি। কাউনিয়া এলাকার বাসিন্দা গৃহবধূ জোছনা বেগম বলেন, সংসারের কাজ শেষে ৩টার দিকে স্থানীয় নারীদের সঙ্গে তার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। সন্ধ্যা ৬টার মধ্যে প্রচারণা শেষ করে প্রতিদিন আয় করছেন ৩০০ টাকা করে। তবে কোনো কোনো প্রার্থীর কর্মীদের আবার ২০০ টাকাও দেয়া হচ্ছে বলে জানা গেছে। নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডেই দৈনিক কয়েক হাজার নারী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছের। নাম প্রকাশ না করার শর্তে একজন কাউন্সিলর প্রার্থী জানান, ২০০ নারীকে যদি আমি নির্বাচনী মাঠে নামাই তবে ওই দুইশ’ পরিবার আমার সমর্থক হয়ে যাবে এবং আমার ভোটও বৃদ্ধি পাবে। অপর এক কাউন্সিলর প্রার্থী বলেন, আমার ওয়ার্ডে নারী ভোটার বেশি। তাছাড়া পুরুষদের তুলনায় নারীদের কম পারিশ্রমিকে প্রচারণায় নামানো যায়। তবে তিনি অভিযোগ করেন, তার প্রার্থীরা বহিরাগত নারীদের দিয়ে প্রচারণা চালাচ্ছে। যার মধ্যে অধিকাংশের ভোট নেই এই নগরীতে। এদিকে ইসলামী আন্দোলনের হাতপাখার মেয়র প্রার্থীর পক্ষে প্রতিদিন ভোটের মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন অন্তত দুই সহ¯্রাধিক নারী কর্মী। তারা অবশ্য বিনা পারিশ্রমিকেই প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এক নারী কর্মী বলেন, তার দুটি সন্তান মাদ্রাসায় পড়েন। সেখানকার এক শিক্ষকের কথায় হাতপাখার প্রচারণায় নেমেছেন তিনি। অপরদিকে নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যে সাড়া ফেলেছেন প্রধান দুই প্রতিদ্ব›দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহর সহধর্মিণী লুনা আবদুল্লাহ ও জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের সহধর্মিণী ইসমত আরা ইকবাল। প্রতিদিনই স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্বামীর পক্ষে দিচ্ছেন নানান প্রতিশ্রæতি। আর নারী ভোটাররাও তাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত। লুনা আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিয়ে সবসময় ভাবেন। তার হাত ধরেই আজ দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন নারীরা আরো এগিয়ে যাক। বরিশাল সিটি নির্বাচনে নারী ভোটার বেশি। অনেক নারী আছেন যারা ভোট কেন্দ্রে যান না। তাদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দিতেই আমি প্রচার-প্রচারণা চালাচ্ছি। ইসমত আরা ইকবাল বলেন, বরিশালে পুরুষদের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তাদের গুরুত্বটা আগে উপলব্ধি করতে হবে। নারীদের কাছে সরাসরি জাতীয় পার্টির প্রার্থী যেতে পারেন না। তাই আমি একজন নারী হিসেবে সরাসরি নারী ভোটারদের দুঃখ-সুখের সঙ্গী হচ্ছি। তাদের বিভিন্ন কথা শুনছি। যা আমি আমার স্বামী ও মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি নির্বাচিত হতে পারলে নারীবান্ধব নগরী গড়ে তোলা হবে, বলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App