রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, বাবুর্চি গুলিবিদ্ধ

আগের সংবাদ

তিশা ও সুনেরাহকে নিয়ে যা বললেন রাজ

পরের সংবাদ

খুলনায় সিইসি

সমান সুযোগ পাবেন সবাই

প্রকাশিত: মে ৩০, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ৩০, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।

ইভিএমের ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটর করা হবে।

এসময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে আচরণবিধিসহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সিইসি। প্রার্থীদের নানা অভিযোগ-অনুযোগ শোনেন। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ভোটারকে বাধা দেয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মইনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান।

এছাড়া, পাঁচজন মেয়র প্রার্থী আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমানসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীও নিজেদের মতামত তুলে ধরেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়