বলিউডে এরই মধ্যে জায়গা শক্তপোক্ত করে ফেলেছেন তারকা অভিনেত্রী মৌনি রায়। তাই বিভিন্ন সময় তিনি থাকেন আলোচনায়। এরই মধ্যে নতুন এক কারণে খবরের শিরোনাম হলেন তিনি।
জানা গেছে, রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। ‘ব্যাডম্যাশ’ নামে মুম্বাইয়ে অপর একটি রেস্টুরেন্ট চালু করেছেন মৌনি। মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে পাওয়া যাবে নানা ধরনের ভারতীয় খাবার। এতে মৌনির পছন্দের বিভিন্ন খাবারও পাওয়া যাবে।
রেস্টুরেন্ট নিয়ে গণমাধ্যমকে মৌনি বলেন, খাবারের প্রতি ভালোবাসা আমার পুরনো। সেজন্য রেস্টুরেন্টটির কার্যক্রম শুরু করেছি। এতে আমার পছন্দের বিভিন্ন ডিশ (খাবারের পদ) পাওয়া যাবে। এটির আবহ চমৎকার। যে কেউ এখানে এলে সময় উপভোগ করতে পারবেন। এদিকে সদ্যসমাপ্ত কান উৎসবে হলুদ গাউন পরে আলো ছড়ালেন মৌনি রায়। উৎসবে মৌনিকে উজ্জ্বল হলুদ রঙের গাউনের সঙ্গে কালো সানগ্লাস পরে লাল গালিচায় দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্ট করার পর তা মুহূর্তে নেটিজেনদের মন জয় করে নেয়। সর্বশেষ তিনি অ্যাডভেঞ্চার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে খলনায়কের চরিত্রে অভিনয় করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।