×

আন্তর্জাতিক

সৌদিতে দুই বাহরাইনির মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০:৩৩ পিএম

সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, বাহরাইনের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযোগ ছিল, ওই দুই ব্যক্তি সৌদির বিরুদ্ধে হামলা চালানোর লক্ষ্যে একটি সন্ত্রাসী সেলে যোগ দিয়েছিলেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, জাফর মোহাম্মদ আলি মোহাম্মদ জুমা সুলতান ও সাদেক মজিদ আব্দুলরহিম ইব্রাহিম থামেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। সংগঠনটি বর্তমানে বাহরাইনে একজন ওয়ান্টেড অপরাধী নেতৃত্ব দিচ্ছেন। খবর আল আরাবিয়্যার।

সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সৌদি আরব ও বাহরাইনকে অস্থিতিশীল করার উপায়, সৌদিতে লুকিয়ে থাকা চরমপন্থীদের সঙ্গে কাজ করার পাশাপাশি বিপজ্জনক অস্ত্র চোরাচালান ও মজুত এবং দুই দেশে হামলার পরিকল্পনা করার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে।

মামলাটি বিশেষায়িত ফৌজদারি আদালতে পাঠানো হলে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। এদিকে, মন্ত্রণালয় সতর্ক করেছে, অপরাধীরা সৌদি আরবের নিরাপত্তা অস্থিতিশীল করার লক্ষ্য নিলে তাদের সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App