×

সারাদেশ

রাসিক নির্বাচনে চাচার বিপক্ষে ভাতিজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৮:৪৫ এএম

রাসিক নির্বাচনে চাচার বিপক্ষে ভাতিজা

ছবি: সংগৃহীত

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচার বিপক্ষে দাঁড়িয়েছেন ভাতিজা। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। ওয়ার্ডটিতে মোট প্রার্থী তিনজন। তারা হলেন- বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীম, মহানগর যুবলীগের সহসভাপতি মো. গোলাম ফারুক ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান (রয়েল)।

রায়হানুর রহমান মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর ছোট ছেলে। রমজান আলীর সৎ মায়ের ছেলে হলেন গোলাম ফারুক। রাজশাহী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে রমজান আলীর আবাসিক হোটেলের ম্যানেজার ফারুক। অন্যদিকে রায়হানুর রহমান পেশা হিসেবে উল্লেখ করেছেন হাউস টিউটর। মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. দুরুল হুদা। কাউন্সিলর পদপ্রার্থী রয়েল ও ফারুকের প্রতিবেশী তিনি।

নির্বাচনে চাচার বিপক্ষে ভাতিজা দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ক্ষমতার লোভ কার নাই, সবারই আছে। স্বার্থের কারণে ভাই-ভাইকে চেনে না। সেখানে চাচা-ভাতিজার তো আরো দূরের সম্পর্ক। তাও আবার সৎ চাচা। তাই তাদের এমন সিদ্ধান্ত নেয়াটা স্বাভাবিক বিষয়।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগর যুবলীগের বর্তমান কমিটি নিয়ে বহু বিতর্ক রয়েছে। সবাই এই কমিটিকে পারিবারিক কমিটি বলে আখ্যা দেয়। তাছাড়া দীর্ঘদিন কমিটি না থাকায় তাদের ওপর নেতাকর্মীরা ক্ষিপ্ত। অনেকেই বলাবলি করে আগামীর কমিটিতে তারা কেউ-ই স্থান পাবে না। তাই হয়তো কাউন্সিলর পদ নিয়ে তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে মশগুল।

তবে জানতে চাইলে কাউন্সিলর পদপ্রার্থী রয়েল বলেন, ‘আসলে এটি আমাদের পারিবারিক সিদ্ধান্ত।’ অন্যদিকে, গোলাম ফারুককে তার মুঠোফোনে কল করলে তিনি বলেন, এখন একটু ব্যস্ত আছি। খুব তাড়ার মধ্যে আছি। পরে কথা বলব।’

বর্তমান ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম চারবারের কাউন্সিলর। ২০১৩ সালের দিকে অন্তবর্তীকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনও করেছেন তিনি। গতবার ২১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। এর মধ্যে নিযাম উল আযীম পেয়েছিলন প্রায় ৩৬০০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান রেবু পেয়েছিলেন প্রায় ১২০০ ভোট।

অন্যদিকে সাবেক কাউন্সিলর শহীদ আহম্মেদ বাদল পেয়েছিলেন অবশিষ্ট প্রায় ৮০০ ভোট। বর্তমানে ২১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৫১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৮০ ও মহিলা ভোটার ৪ হাজার ৪৭১ জন।

প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২৪ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৬ জন। ১ জুন মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে আগামী ২ জুন। এরপর প্রার্থীরা প্রচারণায় নামবেন। আগামী ২১ জুন ৩০টি ওয়ার্ডে সম্ভাব্য ১৫২টি কেন্দ্রের ১ হাজার ১৭৩টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App