×

শিক্ষা

গুচ্ছের ‘সি’ ইউনিটের পাসের হার ৬৩.৪৬ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০:০৭ পিএম

গুচ্ছের ‘সি’ ইউনিটের পাসের হার ৬৩.৪৬ শতাংশ

ছবি: সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

সোমবার (২৯ মে) রাত ৮টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ৩৯৮৬৪ জন পরীক্ষার্থীর বিপরীতে ২৪৩৩৭ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে কৃতকার্য হয়েছে। যার হিসাবে পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ১৩ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে ফলাফল জানতে পারবেন।

ভর্তি কমিটি সুত্রে জানা যায়, সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রায়হান খান রাজু। সে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিল।

এছাড়া ৮০ নম্বরের ওপরে ১৬ জন, ৭৫ নম্বরের উপরে ৮৮ জন, ৭০ নম্বরের উপরে ৩৯০, ৬৫ নম্বরের উপরে ৯৮৪ জন, ৬০ নম্বরের উপরে ২১৯৭, ৫৫ নম্বরের উপরে ৪২৬০, ৫০ নম্বরের উপরে ৭০২১ জন, ৪৫ নম্বরের উপরে ১০৮৭৭, ৪০ নম্বরের উপরে ১৫২১৬, ৩৫ নম্বরের উপরে ১৯৭৫৮, ৩০ নম্বরের উপরে ২৪৩৩৭, এবং ৩০ নম্বরের নিচে ১৪ হাজার ১৩ জন, পরীক্ষার উত্তরপত্র বাতিল হয়েছে ১ জনের।

উল্লেখ্য, গত ২৭ মে দেশব্যাপী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়।

এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সর্বশেষ ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের অধীনে ১২৯০৬ আসনের বিপরীতে ১৬৬৯৩৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App