নারীর স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে বাজেট বরাদ্দের দাবি

আগের সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের শাস্তির আওতায় আনতে হবে

পরের সংবাদ

গাজীপুর সিটি নির্বাচন

৮ মেয়র প্রার্থীর ৬ জনের জামানাত বাজেয়াপ্ত

প্রকাশিত: মে ২৯, ২০২৩ , ৯:২৬ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২৩ , ৯:২৬ অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচনে আট মেয়র প্রার্থীর মধ্যে ছয় জনের জামানত বাতিল হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

সোমবার (২৯ মে) তিনি বলেন, নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা সাড়ে ১২ ভাগের কম ভোট পাওয়ায় আটজনের মধ্যে ছয়জন মেয়র প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচনে কাস্টিং ভোটের সংখ্যা পাঁচ লাখ ৭৫ হাজার ৫০। এই ভোটের শতকরা ১২ দশমিক ৫০ শতাংশ হয় ৭১ হাজার ৮৮১। যেসব প্রার্থীর প্রাপ্ত ভোট ৭১ হাজার ৮৮১টির চেয়ে কম তাদেরই জামানত বাতিল হবে।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। অন্যদের মধ্যে গণফ্রন্ট প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪, জাতীয় পার্টির প্রার্থী এএম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, জাকের প্রার্থীর প্রার্থী রাজু আহম্মেদ ৭ হাজার ২০৬, স্বতন্ত্র প্রার্থী হারুন-অর রশীদ দুই হাজার ৪২৬ ও সরকার শাহনূর ইসলাম রনি ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন। মেয়র প্রার্থীর জন্য জামানত ছিল ৫০ হাজার টাকা।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা পাঁচ লাখ ৭৩ হাজার ২৫৬। বাতিল ভোটের সংখ্যা এক হাজার ৭৯৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৫০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮ দশমিক ৭৫ শতাংশ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়