×

সারাদেশ

সরকার উৎখাতের পরিকল্পনাকালে গ্রেপ্তার ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৭:৪৯ পিএম

সরকার উৎখাতের পরিকল্পনাকালে গ্রেপ্তার ১০

ছবি: এসকে হাসান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনিতে সরকারকে উৎখাতের পরিকল্পনাকালে জামাত-বিএনপি ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার (২৮ মে) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা পরিকল্পনাকালে তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহী আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খাজরা ইউনিয়ন বিএনপি সভাপতি তুয়ারডাঙ্গা গ্রামের মৃত দেছার উদ্দীন সরদারের ছেলে মো. সালাউদ্দীন সরদার (৫২), ইউনিয়ন যুবদল সভাপতি কাপসন্ডা গ্রামের মৃত মোকছেদ সানার ছেলে মো. মিজানুর রহমান সানা (৪৫), বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত আ. বারী গাজীর ছেলে (জামাত নেতা) হাফেজ রুহুল আমিন গাজী (৫২), প্রতাপনগর ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দীন সরদারের ছেলে মো. মামুন হাসান (৩৫), একই গ্রামের মৃত ইদ্রিস মোড়লের ছেলে বিএনপি নেতা মো. ইকবাল হোসেন (৪৫), কুল্যা ইউনিয়নের আরার গ্রামের আ. রকিব সরদারের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ (৩৪), বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত নুর ইসলাম সরদারের ছেলে জামাত নেতা শরিফুল ইসলাম বাবু (৩৫), বুধহাটা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে জামাত নেতা আজহারুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মৃত ছদর উদ্দীন মোল্যার ছেলে নজরুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামকে (৪৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App