×

স্বাস্থ্য

আরো ৬৭ ডেঙ্গু রোগী শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৫:১১ পিএম

আরো ৬৭ ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গতকাল (শনিবার)। ওই দিন রোগীর সংখ্যা ছিলো ৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। রবিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। কারো মৃত্যু হয়নি। চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ২৮ মে সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৭১ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে জানুয়ারি মাসে রোগীর সংখ্যা ছিলো ৫৬৬ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের। ফেব্রুয়ারি মাসে রোগী ১৬৬ জন ও ৩ জনের মৃত্যু, মার্চ মাসে রোগী ছিলো ১১১ জন। তবে এই মাসে কারোর মৃত্যু হয়নি। এপ্রিলে ১৪৩ জন রোগী ও ২ জনের মৃত্যু আর মে মাসের ২৮ তারিখ পর্যন্ত রোগীর সংখ্যাছিলো ৭৮৫ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০০ সালে প্রথম এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই বছরে ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন, আর মারা যান ৯৩ জন। এরপর থেকে ডেঙ্গু রোগী কম বেশি পাওয়া গেলেও এই রোগের ব্যাপকতা দেখা দেয় ২০১৯ সালে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-এ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২১ সালে রোগী ছিলো ২৮ হাজার ৪২৯ জন আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিলো ১০৫ জনের। আর ২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ৬১ হাজার ৭৬৩ জন। এই জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন। যা মৃত্যুর রেকর্ড গড়া ২০১৯ সালের তুলনায় দ্বিগুণের বেশি। সরকারের এই তথ্য নিয়ে রয়েছে ভিন্নমতও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিচ্ছে তা প্রকৃত রোগীর একটা অংশ। কারণ, সব হাসপাতাল ও ক্লিনিকের তথ্য এতে অন্তর্ভূক্ত নয়। যে কারণে ওইসব সেবা প্রতিষ্ঠানের রোগীর তথ্য অধিদপ্তরের কাছে নেই। আবার অনেক রোগী সাধারণ জ¦র মনে করে ফার্মেসি থেকে ওষুধ কিনে চিকিৎসা করাচ্ছেন। এসব রোগীর তথ্যও সরকারের তালিকায় নেই। ফলে প্রকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা কখনোই সঠিকটা জানা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App