×

জাতীয়

আফতাবনগরে গরুর হাট স্থগিতের মেয়াদ বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৩:১৮ পিএম

আফতাবনগরে গরুর হাট স্থগিতের মেয়াদ বাড়লো

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে আসন্ন কোরবানির গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিতের মেয়াদ আরো ২ মাস বাড়ালো হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রবিবার (২৮ মে) এ আদেশ দেন।

এ সময় আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনি ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।

এক রিটের শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত ১ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইজারা বাতিলের বিষয়ে রুলও জারি করেন আদালত। গত ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদের মেয়াদ আরো ২ মাস বাড়ালো হাইকোর্ট।

এর আগে গত ১৫ মে কোরবানির ঈদকে কেন্দ্র করে আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App