রংপুরের মিঠাপুকুর উপজেলায় মির্জাপুর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) বিকেলে বৈরাতী হাটে হামিদ মিয়ার তেলের পাম্পের পিছনে ওই সভা অনুষ্ঠিত হয়।
তবে কর্মীসভার উদ্দেশে একটি মঞ্চ করেছিলেন ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ মাঠে। প্রস্তুত মঞ্চ সরিয়ে নিতে বলেন ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ওপরের চাপে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বক্তাদের বক্তব্যে উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।
সভাপতিত্ব করেন ১৬ নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের মিঠাপুকুর উপজেলা সদস্য সচিব রুবেল সাদী।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীমুল হক শামীম, শফিকুল ইসলাম, জুয়েল মিয়া, হাবিবুর রহমান টিটুল, দুলু প্রমুখ। আলোচনা সভার আগে একটি বিক্ষোভ মিছিল বৈরাতী হাটের প্রধান সড়ক অতিক্রম করে সভাস্থলে এসে শেষ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।