হত্যার জন্য প্রেমিকাই ঘটনাস্থলে ডাকে অতিককে

আগের সংবাদ

সরকার উৎখাতের পরিকল্পনাকালে গ্রেপ্তার ১০

পরের সংবাদ

বাস্তব জীবনে নেত্রী হতে চান বর্ষা

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ আপডেট: মে ২৮, ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ

চিত্রনায়িকা নুসরাত বর্ষা (নেত্রী- দ্য লিডার) নামের সিনেমায় অভিনয় করছেন। সিনেমার পর্দায় তাকে নেত্রীর চরিত্রে দেখা যাবে। তবে এবার বাস্তব জীবনে নেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি।

বর্ষা বলেন, মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো- আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত। ইচ্ছে আছে, দেখা যাক।

আরো বলেন, বর্তমানে আমাদের দেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি। আর এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত।

সর্বশেষ গত ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটির (কিল হিম) সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। চলতি বছরই মুক্তি পাবে তাদের (নেত্রী- দ্য লিডার) সিনেমাটি।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়