অভিনেত্রী আলিয়া ভাটের দাদু নরেন্দ্র রাজদান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দাদুর স্বাস্থ্যের অবনতি দেখে বিমানবন্দর থেকে ফিরে এলেন আলিয়া। বাতিল করেন বিদেশ সফর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নরেন্দ্র রাজদান আলিয়ার মা সোনি রাজদানের বাবা। কিছুদিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নরেন্দ্রবাবু। বর্তমানে আরও জটিল হয়েছে তার শারীরিক পরিস্থিতি।
এর মধ্যেই হাসপাতাল থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, রোগীকে আইসিউতে স্থানান্তরিত করা হচ্ছে। আর এই খবর পেয়েই বিমানবন্দর থেকে ফিরে আসেন আলিয়া। পরিবারের এই কঠিন সময়ে দেশের বাইরে যেতে চান না অভিনেত্রী। তাই এই সিদ্ধান্ত।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়ার মুখে উঠে এসেছে দাদুর কথা। তাকে বলতে শোনা যায়, বাবা, মা, দাদু ও দিদিদের নিয়েই ছোট্ট পৃথিবী তার। তাই দাদুর পাশেই থাকতে চান নাতনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।