পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আগের সংবাদ

জোসেফ-হারিস ও আনিসের নৃশংসতার শিকার ২ পরিবার

পরের সংবাদ

পিটিআইয়ের ভবিষ্যৎ নেতার নাম ঘোষণা ইমরানের

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১:৩৯ অপরাহ্ণ আপডেট: মে ২৮, ২০২৩ , ২:০৪ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আদালত তাকে দলীয় নেতৃত্বের অযোগ্য ঘোষণা করলে দলের নেতৃত্ব দেবেন শাহ মেহমুদ কুরেশি।

গত শনিবার লাহোরের জামান পার্কে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে সংবাদসম্মেলনকালে এ কথা বলেন তিনি। খবর জিও নিউজের।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের ও দলের নেতাকর্মীদের ওপর সরকার ও সেনাবাহিনীর ব্যাপক চাপের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যত নেতৃত্বের নাম ঘোষণা করেন। তার গঠিত সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরেশি। যিনি বর্তমানে পিটিআইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেতা।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলাসহ বহু মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন তিনি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সামরিক অবকাঠামোয় তাণ্ডব চালানোয় গ্রেপ্তার হওয়া সমর্থকদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাদের সামরিক আদালতে বিচার হবে বলে জানিয়েছে শরিফ সরকার।

সেনাবাহিনীর চাপের মুখে ইতোমধ্যে ইমরানের দল ছেড়েছেন কয়েক ডজন পরিচিত মুখ। সামনে এ তালিকা আরও বড় হতে পারে। এর মধ্যেই ইমরান খান বলেছেন, সামনে বড় ধরনের চমক দেখাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়