শিল্পকলা একাডেমিতে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী

আগের সংবাদ

দিনভর অবরুদ্ধ থেকে রাতে রুয়েট উপাচার্যের পদত্যাগ

পরের সংবাদ

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১১:১৯ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২৩ , ১০:২৯ অপরাহ্ণ

তৃতীয় মেয়াদে ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান।

রবিবার (২৮ মে) দেশটি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ খবর অনুযায়ী বুথফেরত ফলে ৫২ দশমিক ৫ শতাংশ ভোটে এরদোগানকে জয়ী ঘোষণা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

তুরস্কের নির্বাচন কমিশনের বুথফেরত ফলের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইতোমধ্যে প্রায় ৯৩ শতাংশ ভোটগণনা শেষে হয়েছে। এতে এরদোগান পেয়েছেন প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন প্রায় ৪৭ দশমিক ৫ শতাংশ। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থীর অন্তত ৫০ শতাংশ ভোট দরকার হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়