পাবনার চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও হৃদয় হোসেনের ছেলে নাঈদ ওরফে রিয়াদ (৫)।
এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১২টার দিকে নাহিদ ও রিয়াদ বাড়ির সাথে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতা বসত পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসন মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।