ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এই তথ্য জানিয়ে বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির স্থানীয় সময় রবিবার (২৮ মে) ভোরে রাশিয়ার অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।
তিনি বলেন, একটি পেট্রোল পাম্পের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৪১ বছর বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ বছর বয়সের অপর নারী।
এর আগে শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকভ ও টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়। এর মধ্যে পেসকভে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। অঞ্চলটির গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।