ফরিদপুরের আলফাডাঙ্গায় “স্মার্টভূমি সেবা’’ সপ্তাহের শেষ দিনে ভূমি সেবার মান উন্নত করার লক্ষ্যে আলোচনা সভা ও কুইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সমাপ্ত ঘটে।
রবিবার (২৮মে) দুপুর হতে দিনব্যাপী উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) রজত বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ওসি মোহাম্মদ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বানা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সেবাগ্রহিতা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনার শেষে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।