৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগের সংবাদ

২০০৮ সাল থেকে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে

পরের সংবাদ

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকের ৫০ বছর পূর্তি পালিত

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০৭ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২৩ , ৪:০৮ পূর্বাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) রজত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান,, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

বক্তারা বলেন,১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পদক লাভ করেন। বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক পরিয়ে দিয়েছিলেন বিশ্বশান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র। সেদিন এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দিয়ে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ জুলিও কুরি বিশ্বের অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে অন্যতম একটি। মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন, তারা এই পদকে ভূষিত হন।
বিশ্বশান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ‘জুলিও কুরি’ পদক দিয়ে আসছে।

এ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়