×

আন্তর্জাতিক

রাশিয়ার ভবিষ্যত উজ্জ্বল: পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৪:০০ পিএম

রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এ কথা বলেন।

‘ভবিষ্যত হিসাবে, প্রত্যেকেরই আসলে একটি ভবিষ্যত আছে কিন্তু মূল প্রশ্ন হল এটি কী ধরনের ভবিষ্যত হবে। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত আছে। প্রথমত, কারণ আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে। দ্বিতীয়ত, আমাদের প্রচুর সম্পদ রয়েছে। প্রাথমিকভাবে মানবসম্পদ, ‘বিজনেস রাশিয়া সংস্থার সদস্যদের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রপ্রধান একথা বলেন। খবর বাসসের।

রাশিয়ার শক্তিশালী শিক্ষা ব্যবস্থার কথাও তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সাম্প্রতিক দশকগুলোতে বিস্ময়কর স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি অন্যদের মধ্যে গণিতের স্কুল বলতে চাচ্ছি; এটি মৌলিক। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চমৎকার স্কুল রয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে, এই সমস্ত কিছু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের চ্যালেঞ্জগুলোর সাথে সঙ্গতি রেখে বিকাশে কাজ করে যেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App