×

সারাদেশ

গরু ব্যবসায়ী হত্যার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:৩৯ পিএম

গরু ব্যবসায়ী হত্যার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

পটুয়াখালী ও মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- আহম্মদ আলী কালু (৩৮), রবিউল (৩৬) ও শফিক মিয়া (৩৫)। গ্রেপ্তারকৃতরা গরু ব্যবসায়ী আহসান উল্লাহ হত্যা মামলার পলাতক আসামি। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম ইমরান খান শনিবার (২৭ মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এএসপি ইমরান খান বলেন, গত ২৩ মে রাত ৯টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর লেচু মিয়ার মার্কেটের কাঁচা বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ওই বাজারের কসাই রওশন আলী ভূট্টোর লোকজন আহসানুল্লাহকে বেদম মারধর করলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে যান। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহত গরু ব্যবসায়ী আহসান উল্লাহর ছোট ভাই মোক্তার হোসেন বাদী হয়ে ভূট্টোসহ ১০ জন ও সঙ্গীয় অজ্ঞাত নামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হত্যা মামলা করে। বিষয়টি জানতে পেরেই মামলার বিবাদীরা আত্মগোপনে চলে যায়। তবে র‌্যাব পলাতক আসামীদের আটকের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বাড়ায়। তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে মামলার পলাতক দুই আসামী পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় রয়েছে। তখন র‌্যাব-৮ এর সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আহম্মদ আলী কালু ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিনই র‌্যাব-১০ র‌্যাব-৪ এর সহায়তায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন বালিয়াটি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে এজাহারভুক্ত অপর পলাতক আসামী শফিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৪৩ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App