×

খেলা

এ মাসেই দায়িত্ব ছাড়ছেন ছোটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:৩২ এএম

এ মাসেই দায়িত্ব ছাড়ছেন ছোটন

ছবি: সংগৃহীত

কোনো কারণ উল্লেখ না করে হঠাৎ পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। গত বছর এই টুর্নামেন্টে আলো ছড়িয়েছিলেন তিনি। চোটের কারণে ফাইনালে খেলতে না পারলেও করেছিলেন চারটি গোল। তার হঠাৎ অবসরের ঘোষণায় অবাক জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এমনকি শিগগিরই অবসরে যাওয়ার পরিকল্পনা আছে তার।

সাফজয়ী স্বপ্নার বয়স মাত্র ২২। গতকাল নিজের ফেসবুক পোস্টে পেশাদার ফুটবল ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে তিনি লিখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন…।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে অবসরের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি রংপুর থেকে উঠে আসা এই ফুটবলার। এ ব্যাপারে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে স্বপ্না বলেন, আমি গত বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি আর ফিরব না সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্বপ্না। আছেন দারুণ ছন্দে। এ সময় ফুটবল ছাড়ছেন কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কী হবে? আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। আমি যদি না খেলতাম, সবাই আমাকে দলে না দেখত তাহলে জানতে চাইতেন আমি কোথায়? যে কারণে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি- আমি আর ফুটবল খেলছি না। অনেক তো খেললাম। এখন পরিবারকে সময় দেব। ছুটি নিয়ে বাড়িতে এসে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। যে কারণই জিজ্ঞেস করেন না কেন, আমি কিছু বলব না। ইনজুরি বা কোনো চোটের কারণে নয়। আমি পুরোপুরি ফিট আছি। ক্যাম্পে কঠোর অনুশীলন চলছিল, সেখানেও ভালো অনুশীলন করেছি। অবসরের কোনো কারণ বলতে পারব না। আগামীতে আর ফুটবল খেলার কোনো সম্ভাবনা নেই।’

পোস্টে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। স্বপ্নার হঠাৎ অবসরে অবাক জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এমনকি অবসরে যাওয়ার পরিকল্পনা আছে তারও। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয় দেব বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না। প্রতিদিনই কাজের চাপ বাড়ছে, জবাবদিহি করতে হয় প্রতিনিয়ত। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই, পরিবার নেই। মাঠে খেলা না থাকায় মেয়েরাও এ কারণেই ফুটবল ছাড়ছে। খুব সম্ভবত কোনো হতাশা থেকেই স্বপ্না অবসরের ঘোষণা দিয়েছে। আমরা তার সঙ্গে কথা বলে বুঝিয়েছি। কিন্তু লাভ হয়নি। সাফ চ্যাম্পিয়নশিপের পর কেটে গেছে আট মাস। কিন্তু কোনো খেলা নেই। ফ্রাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা, সেটারও কোনো খবর নেই।’

বিয়ে কিংবা পারিবারিক সমস্যার কারণে স্বপ্না এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা- এ নিয়ে গোলাম রব্বানী বলেন, ‘আমরা তাকে বারবার এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি। সে বলেছে, বিয়ের কোনো চাপ নেই। এমনকি কোনো পারিবারিক কারণেও সে ফুটবলকে বিদায় বলেনি।’

অনেক আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল, ১৫ মে মাঠে গড়াবে নারীদের ফুটবলের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। কবে নাগাদ এই টুর্নামেন্ট শুরু হবে এ ব্যাপারেও নিশ্চিত নন বাফুফে কর্মকর্তারা। এর আগে সাফ চ্যাম্পিয়ন দলের দুই সদস্য আনাই মাগিন ও সাজেদা খাতুন জানুয়ারিতে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। তারা বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছিলেন পারফরম্যান্সের জন্য। জাতীয় দলের ক্যাম্পে না থাকতে পারলে তাদের আর ফুটবলে কিছু করার সুযোগ নেই এই ভেবে তারা অবসরের ঘোষণা দেন।

রংপুরে বেড়ে ওঠা এই ফুটবলার ২০১১ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দিয়ে তার যাত্রা শুরু করেন। খেলেছেন বঙ্গমাতা টুর্নামেন্টের দুটি আসর। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলে ডাক পান। ২০১৪ সালে ঢাকায় খেলেন আঞ্চলিক বাছাইপর্ব। ২০১৫ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক পর্বে বাংলাদেশ শিরোপা জিতেছিল। স্বপ্না ছিলেন সে দলের সদস্য। অনূর্ধ্ব-১৬ এএফসি বাছাইয়েও খেলেছেন ২০১৬ সালে। ২০১৭ সালে নারী সাফে ৫ গোল করেছিলেন।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফে ৮ গোল করেছিলেন তিনি। ক্লাব পর্যায়ে গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলেছিলেন স্বপ্না। আর গত বছর নেপালের কাঠমান্ডুতে হওয়া সাফে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬-০ গোলে জেতা ম্যাচে একবার জালের দেখা পেয়েছিলেন স্বপ্না। গ্রুপপর্বেই ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে জোড়া গোল করেছিলেন তিনি। ভুটানের বিপক্ষে সেমিফাইনালেও করেন এক গোল। তবে চোটের কারাণ নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ফাইনালে পুরোটা খেলতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App