×

সারাদেশ

আলফাডাঙ্গায় বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো হবে (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:০৭ পিএম

আলফাডাঙ্গায় বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো হবে (ভিডিও)

ওসি আবু তাহের

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে নতুনরূপে কার্যক্রম পরিচালনা করতে চান মোহাম্মদ আবু তাহের।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হিসেবে গত ১৮ অক্টোবর ২০২২ যোগদান করেন তিনি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যে জনগণের আস্থা অর্জনে বাংলাদেশ পুলিশ সেবার মান আগের তুলনায় বহু গুণে বৃদ্ধি পেয়েছে বলে আলফাডাঙ্গা উপজেলাবাসীর উদ্দেশে জানান ওসি আবু তাহের।

তিনি বলেন, যখনই ঘটনা তখনই পুলিশ এ মূলমন্ত্রে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন চালু হয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় তথা বিট পুলিশ অফিসারের মাধ্যমে সেবা পৌঁছানো হবে।

তিনি বলেন, সকল সেবা বাস্তবায়নসহ থানার এলাকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, চুরি ডাকাতি রোধ. বাল্যবিবাহ, ইভটিজিং বন্ধে আলফাডাঙ্গা থানা পুলিশ সদা সর্বদা তৎপর থাকবে।

এছাড়াও জিডি, অভিযোগ, মামলা, পাসপোর্ট তদন্ত ইত্যাদি প্রয়োজনে জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থানা। তিনি বলেন, এ সংক্রান্ত থানায় কোন প্রকার টাকা পয়সা লাগে না। কোন দালাল বা প্রতারক চক্রের কথায় কান দেবেন না। এ জাতীয় কোন লোকের মাধ্যমে প্রতারিত হলে প্রকাশ্যে বা গোপনে তাদের নাম সরাসরি আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে আমরা শক্ত হাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ বিষয়কে সামনে রেখে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আমাকে দিয়ে সহযোগিতা করবেন ।

আলফাডাঙ্গা থানা এলাকাকে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আলফাডাঙ্গা থানাকে একটি রোল মডেল প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন বলে আশ্বাস্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App