অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিকে দুর্বল পেয়ে নির্দয় আচরণ করলো লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর। ফিজিকে নিয়ে স্রেফ ছেলেখেলা খেলেছে তারা। গুনে গুনে ফিজির জালে ৯বার বল জড়িয়েছে লাতিনের দেশটি। বিপরীতে একটি গোলও হজম করেনি তারা।
আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর ও ফিজি। এই গ্রুপের অন্য দুই দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং স্লোভাকিয়া। শুক্রবার রাতেই এই গ্রুপের সবগুলো ম্যাচ শেষ হয়েছে। ৩ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইকুয়েডর। স্লোভাকিয়া জয় পেয়েছে একটিতে। ৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় এবং অপেক্ষায় আছে, তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে অন্তত সেরা চারে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার।
ফিজি তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে। তবে সব মিলিয়ে তিন ম্যাচে তারা গোল হজম করেছে ১৬টি। একটিও দিতে পারেনি। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ৪-০ গোলে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৩-০ গোলে এবং সর্বশেষ ইকুয়েডরের কাছে হেরেছে ৯-০ গোলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।