মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় জরুরি

আগের সংবাদ

নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূখ্য ও অপরিহার্য

পরের সংবাদ

পদ্মা সেতু ঘুরে দেখলেন চীনা ভাইস মিনিস্টার

প্রকাশিত: মে ২৭, ২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষ করে ঢাকা সফররত চীনা ভাইস মিনিস্টার সুন ওয়েইডংয় পদ্মা সেতু ঘুরে দেখেন।

শনিবার (২৭ মে) বিকেল চারটার দিকে সফররত চীনা মন্ত্রী মাওয়ায় যান এবং পদ্মা সেতু ও রেল সেতু ঘুরে দেখেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন চীনা ভাইস মিনিস্টার। তবে বৈঠক শেষে ঢাকা কিংবা চীন কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করে আসছে চীন।

শুক্রবার রাতে প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়