রাতে যেসব জেলায় ঝড় হতে পারে

আগের সংবাদ

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

পরের সংবাদ

টেকনাফে ৪ দালালসহ ১৯ জন আটক

প্রকাশিত: মে ২৭, ২০২৩ , ১২:৫০ পূর্বাহ্ণ আপডেট: মে ২৭, ২০২৩ , ২:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের টেকনাফ উপজেলায় চারজন দালালসহ মিয়ানমারের ১৯ নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে নাইট্যংপাড়ায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া মিয়ানমারের নাগরিক ও দালালদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টার পর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯ জন মায়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে- ছয়জন নারী, ছয়জন পুরুষ, সাতজন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত চারজন মানবপাচারকারী বাংলাদেশি দালালকেও আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া মিয়ানমারের নাগরিক ও আটককৃত দালালদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়