পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের দেহে মদ ও কোকেনের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল। এছাড়া, ইমরানের মানসিক স্বাস্থ্যও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার ইমরান খানের মেডিকেল প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে দুর্নীতি দমন সংস্থা এনএবির হয়ে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স ইমরান খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (পিআইএমএস) ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেই মেডিকেল প্রতিবেদন নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল। খবর দ্য ডনের।
প্যাটেল বলেন, এই হলো আপনাদের প্রধানমন্ত্রী। পাঁচজন জ্যেষ্ঠ চিকিৎসকের সমন্বয়ে গঠিত প্যানেল মত দিয়েছে, তার মানসিক স্থিতিশীলতাও প্রশ্নবিদ্ধ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।